• ঢাকা
  • বুধবার, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে কোস্ট গার্ডের অভিযানে  ৪০০ কেজি ঝাটকা জব্দ করে এতিমখানা বিতরণ।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৫৩ এএম;
কমলনগরে , কোস্ট গার্ডের অভিযানে,   ৪০০ কেজি ঝাটকা জব্দ করে,  এতিমখানা বিতরণ।
কমলনগরে কোস্ট গার্ডের অভিযানে  ৪০০ কেজি ঝাটকা জব্দ করে এতিমখানা বিতরণ।

লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে  ৪০০ কেজি জাটকা জব্দ করেছেন কমলনগর  কোস্ট গার্ড। .

 .

বুধবার রাত (৮ জানুয়ারি ) দিবাগত রাত ১২ টায় নদীতে অভিযান চালিয়ে এই ঝাটকা ( ইলিশ)  জব্দ করা হয়।.

 .

  কোস্টগার্ড কমলনগর কন্টিজেন্ট কমান্ডার( সিসি) আবুল কালাম বলেন, রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০০ কেজি ঝাটকা মাছ জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি। .

 .

 .

জব্দকৃত জাটকা পরবর্তীতে কমলনগর উপজেলা  মৎস্য অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট আকিদুর রহমান, মেকানিক মো: মেনহাজুল ইসলাম উপস্থিতিতে  স্থানীয় মাদরাসা-এতিমখানা ও  গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করেন। এসময় তিনি আরো বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে।. .

ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন কমলনগর প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ