লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০০ কেজি জাটকা জব্দ করেছেন কমলনগর কোস্ট গার্ড। .
.
বুধবার রাত (৮ জানুয়ারি ) দিবাগত রাত ১২ টায় নদীতে অভিযান চালিয়ে এই ঝাটকা ( ইলিশ) জব্দ করা হয়।.
.
কোস্টগার্ড কমলনগর কন্টিজেন্ট কমান্ডার( সিসি) আবুল কালাম বলেন, রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০০ কেজি ঝাটকা মাছ জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি। .
.
.
জব্দকৃত জাটকা পরবর্তীতে কমলনগর উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট আকিদুর রহমান, মেকানিক মো: মেনহাজুল ইসলাম উপস্থিতিতে স্থানীয় মাদরাসা-এতিমখানা ও গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করেন। এসময় তিনি আরো বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে।. .
ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন কমলনগর প্রতিনিধি
আপনার মতামত লিখুন: